[১] রাস্তাাঘাটে জীবাণুনাশক ছিটানো স্বাস্থ্যের জন্যে ‘ক্ষতিকর’ হতে পারে: ডাব্লিউএইচও
এটি করোনাভাইরাস নির্মূল করবে না, বরং স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। করোনা মোকাবেলার অংশ হিসেবে পরিচ্ছন্নতা ও উন্মুক্ত স্থান জীবাণুমুক্তকরণ বিষয়ক এক তথ্য নির্দেশিকায় ডাব্লিউএইচও বলছে, জীবাণুনাশক ছিটানো সম্ভবত খুব একটা কার্যকর নয়।
রাস্তা কিংবা বাজারের মতো বাইরের স্থানগুলোতে ছিটানো জীবাণুনাশকে কোভিড -১৯ কিংবা অন্য কোন জীবাণু মরে না। কারণ নোংরা ও ময়লা আবর্জনায় জীবাণুনাশক নিস্ক্রিয় হয়ে পড়ে। [৩] ডাব্লিউএইচও আরো বলছে, রাস্তা কিংবা খোলা স্থানগুলো কোভিড ১৯ এর সংক্রমণের আধার নয়। বরং এসব স্থানে জীবাণুনাশক ছিটালে তা স্বাস্থ্যের জন্যে ঝুঁকি তৈরি করবে।
এছাড়া কোন অবস্থাতেই ব্যক্তির শরীরে সরাসরি জীবাণুনাশক ছিটানো সুপারিশ করা হয়নি বলে উল্লেখ করেছে ডাব্লিউএইচও। [৪] এবিষয়ে বলা হয়েছে, এটি বরং ব্যক্তির শারিরীক ও মানসিক স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর এবং আক্রান্ত ব্যক্তির মাধ্যমে করোনা ছড়ানোর আশংকাকে মোটেও কমায় না। এছাড়া ঘরের ভেতর জীবাণুনাশক ছিটানোকেও নিরুৎসাহিত করা হয়েছে, বরং কাপড় বা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে জীবাণু ধ্বংসের কথা বলা হয়েছে ডাব্লিউএইচও’র তথ্য নির্দেশিকায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.